ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

ব্র্যান্ড ট্রাস্ট রিপোর্টে সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড স্যামসাং  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৩, ২২ এপ্রিল ২০১৮ | আপডেট: ২৩:৪৩, ২২ এপ্রিল ২০১৮

ভারতের টিআরএ ব্র্যান্ড ট্রাস্ট রিপোর্ট অনুযায়ী বিশ্বে সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে নির্বাচিত হয়েছে স্যামসাং। দক্ষিণ কোরিয়া ভিত্তিক এই প্রযুক্তিপণ্য নির্মাণকারী প্রতিষ্ঠান টানা দ্বিতীয় বারের মত সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ডের তালিকায় প্রথম স্থান অধিকার করে।

ভারতের ১৬টি শহরের দুই হাজার ৪৮৮টি ব্র্যান্ডের উপর এই টিআরএ গবেষণা প্রতিবেদনটি পরিচালনা করা হয়। ৫মিলিয়ন ডেটাপয়েণ্ট এবং ১৫ হাজার ঘন্টার কঠোর পরিশ্রমের পর তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে স্যামসাং এখনো বাজারে সবচেয়ে নির্ভরযোগ্য ব্র্যান্ডের নাম।

স্যামসাং এর সাথে সমান তালে টক্কর দিয়ে যাচ্ছে সনি এবং এলজি। ২০১৭ সালের মতো এবারও সনি দ্বিতীয় এবং এলজি তৃতীয় স্থান ধরে রেখেছে। অন্যদিকে অপ্পো তাদের অবস্থান উন্নত করেছে। ২৯তম জায়গা থেকে ১১তম জায়গায় চলে এসেছে অপ্পো।

তবে স্মার্টফোন বাজারে স্যামসাং এর জন্য কিছুটা স্বস্তির খবর আছে। তাদের সবচেয়ে বড় প্রতিযোগী অ্যাপল এবার ৪র্থ স্থান থেকে ৫ম স্থানে নেমে এসেছে।

প্রসঙ্গত, বাংলাদেশেও গত বছর বিএমপিআই প্রকাশিত প্রতিবেদনে স্যামসাং বাংলাদেশের সবচেয়ে বিক্রিত স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নির্বাচিত হয়।

//এস এইচ এস//এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি